ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৫:৩৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ ইউনিভার্সিটির সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৪ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি তাদের মাধ্যমে অন্যদেরও সচেতন করার পরামর্শ দিয়েছেন।

 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব গবেষণাগারে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, বিশিষ্ট নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব। মূল বিষয়বস্তুর উপর আলোচনায় অংশ নেন স্থাপত্য বিভাগের শিক্ষক লায়লা আরজুমান্দ বানু এবং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসুমী আহমেদ।

 

আলোচনায় বক্তারা ঢাকা শহরের সাম্প্রতিক কালের ঘটে যাওয়া দুর্ঘটনাসমূহ, দুর্ঘটনার কারণ এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি তাদের মাধ্যমে অন্যদেরও সচেতন করার পরামর্শ দেন। সেমিনারে শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।