ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১:৪৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শুক্রবার (৭ জুলাই) চাঁদপুর সার্কিট হাউসে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রী বলেন, আগামী পরীক্ষাগুলোতে সিলেবাস পুনর্বিন্যাস করা হবে।

ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাসাবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

অন্তত তিন দিন পরপর বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান মন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ অনেকে।