ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৬:৪৩:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আন্তর্জাতিক বাজারে চিনির দর বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে চিনির দর ব্যাপক বেড়েছে। শুক্রবার (৭ জুলাই) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম আরেক ধাপ ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, গত সপ্তাহে বিশ্ববাজারে চিনির মূল্য ৬ দশমিক ২ শতাংশ কমেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে ভোগ্যপণ্যটির বাজার। ইতোমধ্যে চলতি সপ্তাহে চিনির দর ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
আলোচ্য কার্যদিবসে আইসিইতে আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির দাম বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৩ দশমিক ৭৯ সেন্টে। আগের কর্মদিবসে যা ছিল ২৩ দশমিক ৬৩ সেন্টে।
একই কর্মদিবসে আগামী আগস্টে সাদা চিনির চুক্তি মূল্য বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৬৬৯ ডলার ৮০ সেন্টে। আগের দিন যা ছিল ৬৫৮ ডলার ৮০ সেন্টে।
বিক্রেতারা বলছেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে আখ মাড়াই বাড়ছে। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়াতে পারে তারা। মূল্য পুনরুদ্ধারের পরিসর যা সীমিত করে দিতে পারে। এতে লাভ কম হতে পারে।
এছাড়া মার্কিন ডলারের বিপরীতে ব্রাজিলিয়ান রিয়ালের মান কমেছে। চিনি বিক্রি করে দেশটির মুনাফা কমার অন্যতম কারণও এটি।
তবে এখন বৈশ্বিক বাজারে সরবরাহ কম রয়েছে। কারণ, বিশ্বের শীর্ষ উৎপাদন অঞ্চলগুলোতে চলতি অর্থবছরে উৎপাদন ব্যাহত হয়েছে। যে জন্য বৈরি আবহাওয়া দায়ী। ফলে সাম্প্রতিক সময়ে চিনির দাম বাড়তি আছে।