ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৬:৫২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতকে সিরিজে হারিয়ে ইতিহাস গড়তে চায় টাইগ্রেসরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনো কোনো সিরিজ জিততে পারেনি, তাই এবার সেটি হলে ইতিহাস তৈরি হবে বলে মনে করছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শনিবার (৮ জুলাই) ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন টাইগ্রেস অধিনায়ক। এ সময় তিনি দাবি করেন, জিততে না পারলে ভালো খেলার মর্মটা থাকে না। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়ার ইচ্ছা রয়েছে আমাদের।

এদিকে ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে আগামী রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ‘হোম অব ক্রিকেট’ গ্রাউন্ড মিরপুরে বাংলাদেশ সময় দুপুর দুটায় শুরু হবে ম্যাচটি।

সংবাদ সম্মেলনে জ্যোতির মন্তব্য, প্রথমত দেখেন, অনেকদিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছে। কারণ, আমরা জানি যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি সেক্ষেত্রে; সেই ভালোটার মর্ম থাকে না।

টাইগ্রেস অধিনায়কের ভাষ্যমতে, ওদের অনেক ভালো খেলোয়াড় আছে। হারমনপ্রীত, স্মৃতি ও শেফালি আছে। ওদের বিপক্ষে আমাদের পরিকল্পনা থাকবে। আমি বলব, আমাদের বোলিং আক্রমণ এখন সবার সেরা। নির্দিষ্ট দিনে সবাই হয়তো জ্বলে ওঠে না। দুই একজন বেটার করে। তাদের বিপক্ষে যদি আমরা ভালো পরিকল্পনা মতো সঠিক বোলিং করতে পারি এবং শুরুতে যদি সুযোগ নিতে পারি, তাহলে কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।

তিনি আরও যোগ করেন, এই মোমেন্টামটা পিক করার জন্য অপেক্ষা করে আছি। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিতছি না। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিতেছি। আমরা চাচ্ছি, ধারাবাহিকভাবে ভালো খেলার। এতে জেতার হারটা বেড়ে যায়। বিশ্ব ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমাদের জয়ের হারটা আরও বাড়াতে হবে। পুরো দলেরও এটাই ইচ্ছা।

জ্যোতির মতে, ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনও সিরিজ জিততে পারেনি, তাই এবার সেটি হলে ইতিহাস তৈরি হবে। এটা বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনারা এটা বিশ্বাস করছেন কি না। আপনারা কি বিশ্বাস করছেন, আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিততে পারব? আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা সিরিজ জয় সবাই-ই চায়।

জ্যোতি যোগ করেন, বাংলাদেশের মাটিতে নিজেদের পতাকা ওড়ানোর মতো আনন্দের কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে, এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে।