ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দীর্ঘ ১১ বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী ভারতের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা। র্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও ঘরের মাঠে ইতিবাচক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ।
রোববার (৯ জুলাই) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়। ম্যাচে মাঠে নামার আগে টসে নেমে হেরে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিং করতে নামছে টাইগ্রেসরা।
