ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৬:৫২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাকপ্রতিবন্ধী মহিমার অলিম্পিকে স্বর্ণপদক জয়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে সাফল্যের জোয়ার বইয়েছে বাংলাদেশের অ্যাথলেটরা।আসরে অন্যান্যদের মধ্যে সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন বানিয়াচংয়ের বাকপ্রতিবন্ধী ছাত্রী মহিমা আক্তার।

গত ১৭ জুন থেকে ২৫ জুন বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ অলিম্পিক। এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে যে কয়জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তাদের মধ্যে মহিমা একজন। সে সাঁতারে প্রতিযোগীদেরকে পেছনে ফেলে স্বর্ণপদক জয়লাভ করেছে।

অলিম্পিকে স্বর্ণপদক জয়ী মহিমা ২০২০ সালে জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা সম্পন্ন করে। পরে সে তার বাবা-মায়ের সঙ্গে জার্মানি চলে যায়।

মহিমা আক্তার উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার শাহজাহান মিয়া ও সেলিনা বেগমের কন্যা। তিনি বর্তমানে সপরিবারে সেখানেই বসবাস করছেন।

বিশ্ব আসরে স্বর্ণপদক জিতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মুখ উজ্জ্বল করায় প্রশংসায় ভাসছেন বানিয়াচংয়ের মহিমা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন অনেকে।