ভারত সফরে যাচ্ছে নারী হ্যান্ডবল দল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান উইমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের দশম আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ যুব নারী হ্যান্ডবল দল।
শুক্রবার (১৪ জুলাই) প্রতিবেশী ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে যুব নারী হ্যান্ডবল দল। এবার এশিয়ান উইমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, চীন, নেপাল, জাপান, চাইনিজ তাইপে, বাংলাদেশ, হংকং ও স্বাগতিক ভারত।
বাংলাদেশ দল : সাকিবা জান্নাত সাম্মী (অধিনায়ক), পূর্ণতা রহমান ইয়ানা (সহ-অধিনায়ক), তাহেরা আক্তার তানিয়া, রিয়া চৌধুরী, আয়েশা খাতুন, মিথিলা আক্তার জিমি, মহতাফিন এজহার, রুনা লায়লা, মেহেরুন নেছা, সুমি আক্তার, মিতু রান, মইনুদ্দিন ভূঁইয়া (ম্যানেজার), আসিকুর রহমান (প্রশিক্ষক), রোজিনা খাতুন।
