ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৪৩:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ বাজারে স্বস্তির হাওয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:৩২ এএম, ৩ জুন ২০১৮ রবিবার | আপডেট: ১২:৩২ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার

রোজার শুরুতে দাম চড়া থাকলেও চলতি সপ্তাহে কমতে শুরু করেছে সব ধরনের সবজি, ডিম ও লেয়ার মুরগির দাম। রাজধানীর বাজারে বেগুন, ঢেড়স, করলা, চিচিঙ্গাসহ বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে ৫-১০ টাকা। তবে, মাছের দাম তুলনামুলক চড়া। বিক্রেতারা জানান, সবজির সরবরাহ বাড়লেও রোজার মাঝামাঝি এসে ক্রেতার চাপ কমায় প্রভাব পড়েছে দামে।

 

আজ রোববার, সকাল থেকেই রাজধানীর বাজারগুলোতে সব জিনিসের দাম কমতির দিকেই দেখা গেল। বর্তমানে মানভেদে প্রতিকেজি বেগুন পাওয়া যাচ্ছে ৬০-৬৫ টাকার মধ্যে। এছাড়া প্রতি কেজি শসা ৫০ থেকে ৫৫ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৫০ থেকে ৫৫ টাকা, বরবটি ৫০ থেকে ৫২ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, গাজর , টমেটো ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির চিত্রও একই রকম।

 

চালের বাজার আগের মতই বাড়তি।

 

বাজারে কেজিতে ৪০ টাকা কমে প্রতিকেজি লেয়ার মুরগি ২১০ টাকা ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। কমতির দিকে রয়েছে সব ধরনের ডিমের দামও। বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৭ -২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন।

 

এদিকে, ঘাটতি না থাকলেও চড়া বেশিরভাগ মাছের দাম। প্রতিকেজি রুই ও কাতলা ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা ও ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৬০০ থেকে ১২০০ টাকায়।