ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৫:২৭:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও জয় বাংলাদেশ পেয়েছে কেবল এক ম্যাচে। শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।

এখন পর্যন্ত বাংলাদেশ পাঁচটি ওয়ানডে খেলেছে ভারতের বিপক্ষে। কোনোটিতেই নেই জয়ের রেকর্ড। ঘরের মাঠে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চান টাইগ্রেস দলপতি।

নিগার বলেন, ‘জিততে জিততে হারলাম এবং আরও একটা ম্যাচ জিতলাম। এখন পর্যন্ত মনে হয়, দলটা ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার তো ইচ্ছা থাকবে, সবারই প্রত্যাশা যে, প্রথম থেকেই যেন আমরা কোনও ভুল না করি। এই সিরিজটা যেন আমরা খুব ভালোভাবে শুরু করতে পারি।’

ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে অলরাউন্ডার স্বর্ণা আক্তারের। আর ভারতের হয়ে অভিষিক্ত হয়েছেন দুজন। অলরাউন্ডার আমানজত কৌর ও বোলার বারেদি আনুষা।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে ৯৫ রানে অলআউট করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। যদিও হারতে হয়েছিল সেই ম্যাচে তাদের। শেষ ম্যাচে ১০২ রানে প্রতিপক্ষকে থামিয়ে জয়ের নিশানা উড়ায় স্বাগতিক মেয়েরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, স্বর্ণা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।