ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৫:১৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জার্মান দলকে শুভকামনা ম্যার্কেলের

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৮:১৪ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নিজ দলকে আশীর্বাদ আর অনুপ্রেরণা জোগাতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আজ রোববার হাজির হয়েছিলেন জার্মান জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে। ২০০৫ সাল থেকে জার্মানির ক্ষমতায় থাকা এই বিশ্বনেতা গত তিনটি বিশ্বকাপেই জার্মানির ফুটবল দলকে অনুপ্রেরণা দিতে মাঠে গিয়ে সশরীরে হাজির হয়েছেন।

 

ইতালির সাউথ টাইরলে জার্মান জাতীয় ফুটবল দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেছেন, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দলের অগ্রগতি ও প্রস্তুতির কথা শুনতে আমাদের মাঝে এসেছিলেন। তার উপস্থিতি আমাদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় অনুপ্রেরণা।

 

বিয়েরহফ আরও বলেন, আমরা আশা করব অন্যান্য বছরের মতো এবারও বিশ্বকাপের সময় তিনি রাশিয়াতে আমাদের মাঝে হাজির হবেন।

 

বিশ্বকাপের আগে কাল অস্ট্রিয়াতে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জার্মানি। ঝড় ও শীলা বৃষ্টির কারণে দেড় ঘণ্টা পরে শুরু হওয়া এ ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরেছে জার্মানি।