ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৫:২৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পর্দা উঠছে নারী ফুটবল বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর মাঠে নামা আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২০ আগস্ট পর্যন্ত। নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের সঙ্গে নরওয়ের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে নারী ফুটবলের সর্বোচ্চ এই আসরটি। বাংলাদেশ সময় দুপুর ১ টায় শুরু হবে ম্যাচটি।

১৯৯১ সালে চীনে অনুষ্ঠিত প্রথম আসরে ১২টি দল অংশ নিয়েছিল। ২০১১ সালে তা বেড়ে হয়েছিল ১৬টি দলে। চার বছর আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে খেলেছিল ২৪টি দল। এবার তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে।

এবারের টুর্নামেন্টে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নারী বিশ্বকাপে এত দলের অংশগ্রহণ একটি বিরাট পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবার টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের ফেভারিট হিসেবে মাঠে নামছে যুক্তরাষ্ট্র।

অংশগ্রহণকারী দলগুলো হলো:

গ্রুপ এ : নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সুইজারল্যান্ড

গ্রুপ বি : অস্ট্রেলিয়া, আয়ালল্যান্ড, নাইজেরিয়া, কানাডা

গ্রুপ সি : স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান

গ্রুপ ডি : ডেনমার্ক, ইংল্যান্ড, চায়না, হাইতি

গ্রুপ ই : যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল

গ্রুপ এফ : ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা

গ্রুপ জি : সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা

গ্রুপ এইচ : জার্মানি, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া