পরাজয় দিয়ে মেয়েদের এশিয়া কাপ শুরু
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৫:১৯ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার
এশিয়া কাপ ক্রিকেটের শুরুতেই হোচট খেল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ৬ উইকেটে হারতে হলো সালমা-জাহানারাদের।
শুরুতেই টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু পুরো ২০ অভারও খেলতে পারেনি সালমারা। ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৬৩ রান তোলে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের আয়েশা রহমান সর্বোচ্চ ১১ রান করেন।। রুমানা আহমেদ (১০) ও নিগার সুলতানা (১০) ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে যশোধা মেন্ডিস ২০ রান ও নিপুনি হানসিকা ২৩ রান করে আউট হলেও ১৪.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় লঙ্কানরা।
সোমবার (৪ জুন) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এছাড়াও ৬ জুন (বুধবার) ভারতের বিপক্ষে, ৭ জুন (বৃহস্পতিবার) থাইল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন (শনিবার) স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সালমা-রুমানারা।
