ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৫:২৬:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে হাতছানি ছিল ইতিহাস গড়ার। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই শনিবার (২২ জুলাই) মাঠে নামে টিম টাইগ্রেস।

টসে জিতে ব্যাট করতে নেমে ইতিহাস রচনার শক্ত ভীত গড়ে রাখলো বাংলাদেশ। ফারজানা হক পিংকির ঐতিহাসিক সেঞ্চুরিতে ৪ উইকেটের খরচায় স্কোরবোর্ডে ২২৩ রান তুলেছে স্বাগতিকরা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীরগতিতে করেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দেখেশুনে ধৈর্য্যশীল ব্যাটিংয়ে বড় করতে থাকেন দলীয় সংগ্রহ।

ব্যক্তিগত অর্ধশতকের ইনিংস খেলে ৫২ রানে শামিমার বিদায়ের মধ্য দিয়ে ভাঙে সেই জুটি। ওয়ান ডাউনে নেমে নিগার করেন ৩৬ বলে ২৪ রান। ঋতু মণির ব্যাট থেকে আসে ২ রান।

তবে উইকেট আগলে ধরে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন ফারজানা। দায়িত্বশীল ও ধৈর্য্যশীল ব্যাটিংয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সেঞ্চুরিয়ান ক্রিকেটার এখন তিনিই।

১৫৬ বলে সেঞ্চুরির কোটা পূরণ করা ফারজানার ইনিংসে ছিল না কোনো ছক্কার মার। বাউন্ডারি বইলতে ছিল শুধুমাত্র ৭টি চারের মার।

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারতের সামনে ২২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১০ রান।