ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলার মেয়েরা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৪ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

এশিয়া কাপে আজ সোমবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা পেল জয়ের স্বাদ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারার পর আজ পাকিস্তানকে তারা হারাল ৭ উইকেটে। 

জয়টা যে আজ খুব দরকার ছিল দলের জন্য। গতকাল রোববার শ্রীলঙ্কার সঙ্গে বাজেভাবে হারার পর আজকের বিরোচিত জয় অনেকটাই যেন শান্তির সুবাতাস এনে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

 

প্রথম ম্যাচে ফাহিমা খাতুনকে নামানো হয়নি। তাই নিজের দলের হারটা দেখে আফসোস করা ছাড়া আর কোন উপায় ছিলনা। দ্বিতীয় ম্যাচে ফাহিমা খাতুন নামলেন, বাংলাদেশ দলও যেন ফিরে পেল তার পুরোনো ছন্দ।

 

আজ জয়ের রাস্তা শুরু করেছিল বাংলাদেশের বোলাররাই। ২২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান, নাহিদা খানকে আউট করে বাংলাদেশকে জয়ের প্রথম ধাপের আনন্দের উপলক্ষ এনে দেন নাহিদা আক্তার। ওই ২২ রানেই মুনিবা আলীকে ফিরিয়ে নাহিদা পেয়ে যান তাঁর দ্বিতীয় উইকেট। তবে পাকিস্তানকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন ফাহিমা খাতুন, ৫০ রানের মাথায় ফিরিয়ে দিয়েছেন অধিনায়ক বিসমাহ মারুফকে। ৫৩ রানে অধিনায়ক সালমা আউট করেন জাভেরিয়া খানকে। খানিক পর কায়নাতকে রুমানা ফিরিয়ে দিলে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৯৫ রান।

 

ব্যাটিংয়ের প্রথমে সামান্য হোচট খায় বাংলাদেশ। ১৪ রানেই আয়শা খাতুন, ২৫ রানে ফারজানা ফিরে গেলে খানিকটা বিপদেই পড়ে যায় বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে টেনে তুলেছেন শামিমা সুলতানা ও নিগার সুলতানা। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেছেন ৩৬ রান। শামীমা ৩১ রান করে আউট হয়ে গেলেও নিগার এরপর জুটি বেঁধেছেন ফাহিমার সাথে। ৬১ রানে শামীমার আউটের পর নিগার-ফাহিমা মিলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন, সেটাও মাত্র ১৭.৫ ওভারেই। ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন নিগার, ১৯ বলে ২৩ রান করে ম্যাচসেরা ফাহিমাও ছিলেন তাঁর সঙ্গী। বাংলাদেশের নারীদের জয়ের এ যাত্রা চলমান থাক এমনটাই কামনা করছেন সবাই।