টাইগ্রেসদের বড় পুরস্কার দিতে যাচ্ছে বোর্ড
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। অর্জনের ঝুলিটা তুলনামূলক বেশ ভারীই বলা চলে টাইগ্রেসদের। আর সে কারণেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটারদের পুরস্কৃত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের একটি সূত্র মারফত জানা গেছে, নারী ক্রিকেটাররা পেতে যাচ্ছেন বড় অঙ্কের আর্থিক পুরস্কার। রোববার (২৩ জুলাই) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে সেই পুরস্কারের পরিমাণ কতো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ভারতের বিপক্ষে সিরিজটি ছিল বাংলাদেশের মেয়েদের জন্য স্বপ্নের মতো। টি-টোয়েন্টি সিরিজে জয় না পেলেও গিয়েছিল সেই লক্ষ্যের বেশ কাছাকাছি। সিরিজ জয়ের হাতছানি থাকলেও শেষ পর্যন্ত হারতে হয় টাইগ্রেসদের ২-১ ব্যবধানে।
অপরদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নেয় মেয়েরা। ভারতের বিপক্ষে মেয়েদের এটি ছিল বাংলাদেশ নারী দলের প্রথম ওয়ানডে জয়।
পাশাপাশি সিরিজ নির্ধারণী ম্যাচটিতে ভারত জয়ের পথে থাকলেও টাইগ্রেস বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সেটি ড্র হয়।
