ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৪:০৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য: মিতালি রাজ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৬ জুলাই ২০২৩ বুধবার

ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর

ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙাসহ আরও নানা অপেশাদার আচরণ করার কারণে ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের প্রতি ক্ষুদ্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই।

এ তালিকায় এবার যোগ দিলেন হারমানপ্রীতেরই সাবেক সতীর্থ ও ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মিতালি রাজ। দেশটির সাবেক অধিনায়ক জানিয়েছেন, হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের ক্রিকেটে এ দুজনেই রোল মডেল। কিন্তু বাংলাদেশের মাটিতে যে রকম আচরণ করেছেন এক রোল মডেল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অপরজন। ‘হিন্দুস্তান টাইমস'-এ নিজের কলামে হারমানপ্রীতকে কিছুটা শাসনও করলেন মিতালি। তার মতে, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে যে আচরণ করেছেন হারমান, তা মোটেও গ্রহণযোগ্য নয়। বরং সেই আচরণের জন্য হারমানকে ক্ষমা করা উচিত নয় বলেও জানান মিতালি।

সেইসঙ্গে তিনি জানান, ট্রফি নিয়ে ফোটোসেশনের সময় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে হারমান যে রকম আচরণ করেছেন বলে দাবি করা হচ্ছে, সেটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে সেটার থেকে লজ্জার কিছু হতে পারে না।

নিজের কলামে মিতালি লিখেন, ‘হারমানপ্রীত ভালো খেলোয়াড়। অসংখ্য বাচ্চাদের কাছে সে রোল মডেল। দায়িত্ববান ক্রিকেটার হিসেবে যে কাউকে মাঠে এবং মাঠের বাইরে সম্মানজনক আচরণ করতে হবে। আগে মেয়েদের ক্রিকেটের এত সম্প্রচার হতো না বা সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ক্রিকেটের এতটা অস্তিত্ব ছিল না। এখন সবকিছু জনসক্ষমে আছে। আর যা কিছু ঘটতে দেখে, তা অনুকরণ করার চেষ্টা করে বাচ্চারা। যারা খেলাটাকে পেশা হিসেবে নিতে যায়। আগ্রাসী হওয়ার মধ্যে কোনো ভুল নেই। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আবেগের বহিঃপ্রকাশেও কোনো ভুল নেই। কিন্তু কেউ এটা ভুলে গেলে চলবে না যে কোনো ব্যক্তির ঊর্ধ্বে আছে খেলাটা। হারমানপ্রীতের যন্ত্রণা গ্রহণযোগ্য হলেও ও রকম আচরণ ক্ষমার যোগ্য নয়। ম্যাচে যা হয়, সেটা ওখানেই রেখে আসা উচিত।’

মিতালি আরও লিখেছেন, ‘২০১৬ সাল থেকে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছে হারমানপ্রীত। ফলে সে ভালোভাবেই নিয়মকানুন (প্রোটোকল) জানে। নারী ক্রিকেটের ক্ষেত্রে কিছুদিন আগেই দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) চালু করা হয়েছে। তার আগে তো বহুবার বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে খেলোয়াড়রা। কিন্তু আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনো এ রকম আচরণ করেনি।’

সেই সঙ্গে বাংলাদেশি অধিনায়কের সঙ্গে হরমন খারাপ আচরণ করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মিতালি। ‘হিন্দুস্তান টাইমস'-এ নিজের কলামে সাবেক ভারতীয় অধিনায়ক বলেন, ‘যে কোনো দল বিপক্ষকে সম্মান করবে বলে আশা করা হয়। বিশেষত এই সিরিজে (সেটা আরও করা উচিত)। কারণ বাংলাদেশ যেভাবে খেলছে এবং দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, সেজন্য ওদের প্রশংসা প্রাপ্য। এটা খেলার জন্য ভালো। এটা নারী ক্রিকেটের জন্য ভালো। ট্রফি নিয়ে ফোটোসেশনের সময় বিপক্ষ অধিনায়কের সঙ্গে হারমানপ্রীত যে আচরণ করেছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, সেটা যদি সত্যি হয়, তাহলে এর থেকে লজ্জার কিছু হতে পারে না।’

উল্লেখ্য, ১-১ ব্যবধানে টাই হওয়া সিরিজে পুরস্কার বিতরণী আয়োজনে আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হারমানপ্রীত। এমনকি বাংলাদেশের পরেরবার আসতে হলেও বাজে আম্পায়ারিংয়ের কথা মাথায় রেখে প্রস্তুত হয়ে আসবেন বলে জানান তিনি। তার ক্ষিপ্ত আচরণ চলতে থাকে আরও।  ট্রফি নিয়ে দুই দলের ছবি তোলার সময় প্রতিপক্ষ বাংলাদেশ দলের দিকে ছুঁড়ে দেন তির্যক মন্তব্য। ভারত অধিনায়কের এমন অস্বাভাবিক আচরণে ছবি তোলার কার্যক্রম সংক্ষিপ্ত করে ড্রেসিংরুমে ফিরে যায় বাংলাদেশ দল।

মিতালির মতে, 'বিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ানোর কোনো যুক্তি নেই। বিশেষত সিরিজের ভাগ্য যেখানে নির্ধারিত হয়ে গিয়েছে। আইসিসি ওকে দু'ম্যাচের জন্য সাসপেন্ড করে দেওয়ায় ভারত জোরদার ধাক্কা খেল। কারণ ও দলের অন্যতম দামি খেলোয়াড়। আমি আশা করব যে এই ঘটনার পরে সে শুধরে যাবে এবং নিজের আবেগকে আরও ভালো নিয়ন্ত্রণ করতে পারবে। সেটা মাঠের ভিতরে হোক বা মাঠের বাইরে হোক।'