বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, লেনদেন ব্যাহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০২ এএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে। তবে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানিয়েছে, আরটিজিএস সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। সোমবার এ পদ্ধতিতে সব লেনদেন বন্ধ ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটির কারণ চিহ্নিত করতে সক্রিয়ভাবে কাজ করছে। মঙ্গলবার (১ আগস্ট) নাগাদ সার্ভার ত্রুটি সমাধান হতে পারে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত এক সপ্তাহ ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে, সোমবার পর্যন্ত ৪২টি ব্যাংকের আরটিজিএসের সমস্যা সমাধান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন বলেন, কারিগরি সমস্যা আছে। যত দ্রুত সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।
রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হচ্ছে ফান্ড ট্রান্সফারের একটি ব্যবস্থা, যার মাধ্যমে অর্থ বা সিকিউরিটি তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়।
