ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৭:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

থাইল্যান্ডকে তুলোধুনো করল সালমারা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫২ এএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪০ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারত ও পাকিস্তানকে হারানোর পর তৃতীয়বারের মত জয় পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। আজ আজ বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

 

শেষ ম্যাচ মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলে এবং শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রতিপক্ষ ভারতের কাছে হারলে বাংলাদেশের সুযোগ থাকবে রোববার ফাইনাল খেলার।

 

আজ সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতে থাইল্যান্ডকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশের মেয়েদের বোলিং তোপের মুখে পড়ে ৬০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি থাইল্যান্ডের মেয়েরা। থাইল্যান্ডের পক্ষে বোচাথাম সর্বোচ্চ ১৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ করেন সায়েনসাকাওরাত ১৪ রান। তৃতীয় সর্বোচ্চ অধিনায়ক টিপ্পোচ ১৩ রান।

 

বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ও নাহিদা আক্তার ২টি, জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ ১টি করে উইকেট লাভ করেন।

 

৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দলীয় ৮ রানে বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে জুটিতে নিগার সুলতানা ও আয়শা রহমান অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় উইকেটে তারা দুজন ৫৪ রান তোলেন। নিগার ২৮ বল খেলে ৩ চারে ২৫ রানে অপরাজিত থাকেন। আর আয়শা রহমান ২৮ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।

 

শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

 

সংক্ষিপ্ত স্কোর:

থাইল্যান্ড : ২০ ওভারে ৬০/৮ (নাটায়া ১৫, সিরিন্ত্রা ১৪*, সরনারিন ১৩; জাহানারা ১/১০, সালমা ২/৬, নাহিদা ২/১০, খাদিজা ১/১৪, ফাহিমা ১/৯, রুমানা ১/৯)।

বাংলাদেশ : ১১.১ ওভারে ৬২/১ (শামিমা ৮, আয়েশা ২৫*, নিগার ২৫*)

ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সালমা খাতুন