যুব কমনওয়েলথ গেমসের সেমিতে বাংলাদেশের আজমি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪১ এএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে চলছে যুব কমনওয়েলথ গেমস। এই গেমসে অ্যাথলেটিক্স ও সাতারের দুই ডিসিপ্লিনে দুইজন করে খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করছেন। গেমসের অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের স্প্রিন্টার আজমি খাতুন।
সোমবার (৭ আগস্ট) যুব কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে ১৩.৩২ সেকেন্ড টাইমিং নিয়ে সেমিফাইনালে উঠেছেন আজমি। তার হিটে তৃতীয় হয়েছেন তিনি। আজমির পরপরই মাসুম মোস্তফার ১০০ মিটার স্প্রিন্ট ছিল। তিনি অবশ্য সেমিফাইনালে উঠতে পারেননি।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে অ্যাথলেটিক্স দলের ম্যানেজার শর্মিষ্ঠা রায় জানান, ‘আজমি ১৩.৩২ সেকেন্ড টাইমিং নিয়ে সেমিফাইনালে উঠেছে। তার হিটে সে তৃতীয় হয়েছে। আজই স্থানীয় সময় বিকেলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।’
গতকাল ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নিয়েছিলেন আমিরুল ইসলাম জয়। দেশে যুব পর্যায়ের তুলনায় গতকালের টাইমিংয়ে উন্নতি ছিল তার। চারজন ক্রীড়াবিদ মোট সাতটি ইভেন্টে অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সামছ এ খান দলনেতা হিসেবে আছেন। এ ছাড়া অ্যাথলেটিক্সে ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের সদস্য শর্মিষ্ঠা রায় ও সাতারের টিম অফিসিয়াল ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।
