প্ল্যান ইন্টারন্যাশনাল এ চাকরির সুযোগ
চাকরি ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০১ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
প্ল্যান ইন্টারন্যাশনাল এ চাকরির সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে একটি প্রকল্পে একাধিক জনবল নেওয়া হবে। আগ্রহীরা ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যা যা প্রয়োজন-
পদের নাম: প্রজেক্ট সাপোর্ট স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, বাজেট অ্যানালাইসিস, প্রকিউরমেন্ট, লজিস্টিকস সাপোর্ট এবং এমঅ্যান্ডই টুলসে দক্ষ হতে হবে। ট্রেনিং ম্যানুয়াল/মডিউল ডেভেলপমেন্ট দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১০৮,৫৮৯-১২২,১৬২ টাকা।
অন্যান্য সুযোগ-সবিধা: এ ছাড়াও স্বামী/স্ত্রী এবং সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির সুবিধা, উৎসব বোনাস, গ্রুপ বীমা এবং বার্ষিক মেডিক্যাল চেক-আপসহ অন্যান্য সুবিধা রয়েছে।
//এস//
সূত্র: ইএনবি নিউজ লিঃ