ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ২:৩৯:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শর্তসাপেক্ষে বেতন বাড়ছে নারী ফুটবলারদের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেতন ভাতা বাড়ানোর দাবিতে কিছুদিন আগেই ক্যাম্প বর্জন করেছিলেন জাতীয় নারী দলের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশ্বাস পেয়ে ক্যাম্পে ফিরেও এসেছিলেন তারা কিছুদিন আগেই। প্রতিশ্রুতি অনুযায়ী মেয়েদের বেতন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে বেতনভাতা মেয়েদের দাবি অনুযায়ী বাড়ছে না। সাবিনাদের দাবি ছিল ন্যুনতম ৫০ হাজার টাকা বেতন দিতে হবে তাদের। আর বাফুফে তাদের সেই বেতন বাড়িয়ে ৪০ হাজার করছে।

একইসঙ্গে শর্ত জুড়ে দিয়েছে ফেডারেশন। জাতীয় দলের ৩১ ক্রিকেটারকে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এই তিন ক্যাটাগরিতে ভাগ করেছে বাফুফে। আর বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি হবে ক্যাটাগরিভিত্তিক। ক্যাটাগরি অনুযায়ী সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার পর্যন্ত বেতন পাবেন ফুটবলাররা।

এর আগে ফুটবলারদের বেতন ছিল সর্বোচ্চ ২০ হাজার টাকা। যা পেতেন অধিনায়ক সাবিনা খাতুন। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে।

একইসঙ্গে ফুটবলারদের কোড অব কন্ডাক্টের আওতায় আনতে যাচ্ছে বাফুফে। সেখানে শর্ত হিসেবে থাকছে হুট করে অনুশীলন বয়কট করা যাবে না, সংবাদমাধ্যমের সঙ্গে ইচ্ছামতো কথা বলা যাবে না। এছাড়াও ছুটিতে থাকার সময় অন্য কোথাও না খেলার শর্তও ফুটবলারদের জুড়ে দিয়েছে ফেডারেশন।

কোনো ফুটবলার শর্ত ভঙ্গ করলে চুক্তি থেকে বাদ পরার পাশাপাশি সেই ফুটবলারের ওপর শাস্তির বিধানও রাখা হয়েছে।