এশিয়া কাপের ফাইনালে ভারত
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০১:৩৬ এএম, ১০ জুন ২০১৮ রবিবার
এশিয়া কাপ ২০১৮ নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছাল ভারত।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ শনিবার প্রথমে পাকিস্তানের করা ৭২ রানের জবাবে ভারত মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৭২ রানে থামে পাকিস্তান। ভারতের বাম-হাতি স্পিনার একতা বিস্ত ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাটিংয় করতে নেমে স্মৃতি ও হরমনপ্রীত পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দেন। ব্যাটিংয়ে হরমনপ্রীত কউর ৩৪ রানে অপরাজিত ও স্মৃতি মন্দানা ৩৮ রান করে জয়ের পথ সুগম করেন।
এদিন জিতে গ্রুপ শীর্ষে থেকেই ভারত ফাইনালে চলে গেল।
অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় থাইল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে চার উইকেটে জয় পেয়েছে নবাগত দলটি।
