এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৩:৩৪ এএম, ১০ জুন ২০১৮ রবিবার
শেষ পর্যন্ত বাংলাদেশের নারী ক্রিকেটাররা দেখিয়ে দিল তারাও কারও থেকে কম নয়। আজ শুক্রবার ফাইনালে মালয়েশিয়াকে ৭০ রানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠল সালমা-রুমানাবাহিনী।
আগামী রোববার কুয়ালালামপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শামীমা সুলতানা ৪৩, আয়েশা রহমান ৩১, ফারাজানা ৭, সানজিদা ১৫ রান করে আউট হন। ফাহিমা খাতুন ১২ বলে ২৬ এবং জাহানারা ২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেন সালমারা।
জবাবে মালয়েশিয়া ১৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানের মাথায় ওপেনার ক্রিস্টিনা ব্যারেটকে (২) হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়ার। শেষ পর্যন্ত নিজ মাটিতে নির্দিষ্ট ওভারে ৯ উইকেটে ৬০ রান তোলে মালয়েশিয়া দল।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট, তৃতীয় ম্যাচে ভারতকে ৭ উইকেটে এবং চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে নাস্তানাবুদ করে টাইগ্রেসরা।
এবার শুধু ফাইনালের প্রতিক্ষা। ভারতের বিপক্ষে আগেরবারের মত জিতলেই এক অনন্য রেকর্ড গড়ে বাঘিনীরা। তারা বাংলাদেশের জন্য নিয়ে আসবে বহুদিনের প্রতিক্ষীত স্বপ্নের এশিয়া কাপ।
