ঢাকা, বুধবার ০৯, অক্টোবর ২০২৪ ৩:৪৩:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা রওশনের, পরে অস্বীকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেছেন, দলপ্রধান নই, আমি সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান।

সকালের চিঠিতে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসেবে এই চিঠিটি পাঠানোর কথা ছিল। কিন্তু ভুলবশত দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণের চিঠি গণমাধ্যমে চলে গেছে।

রওশন এরশাদ আরও বলেন, এটা ভুল হয়েছে। আমি সবাইকে বলে দিচ্ছি, দলের সংবাদ বিজ্ঞপ্তিটি সংশোধন ও নতুন করে পাঠানোর জন্য। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দেন বেগম রওশন এরশাদ। আর বিকেলে তিনি তা অস্বীকার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের মেয়াদোত্তীর্ণ কমিটি, মামলা মোকদ্দমা, দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

সংকট উত্তরণে পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদকে দশম জাতীয় সম্মেলন পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

ওই তথ্য নিশ্চিত করে দলের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ সংবাদমাধ্যমকে বলেছিলেন, বিষয়টা সত্য। দলের কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে ম্যাডাম (রওশন এরশাদ) জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। এখন থেকে তিনি জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান।

তবে পরে তা ‘ভুয়া’ বলে উল্লেখ করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিকে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের চেয়ারম্যান ঘোষণা নিয়ে কিছুই জানেন না তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। এর আগে রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে যে বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, তা ভুয়া বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বেগম রওশন এরশাদের নিজেকে চেয়ারম্যান ঘোষণার তো প্রশ্নই আসে না। আমাদেরই কেউ কেউ অতি উৎসাহী হয়ে ওই বিজ্ঞপ্তি ছড়িয়েছে। কারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যান ঘোষণা করতে পারেন না দাবি করে গোলাম মসীহ বলেন, একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চেয়ারম্যান নির্বাচন করা হয়।