ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২২:০৮:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সালাম, সালমাবাহিনী : ঝর্ণা মনি

ঝর্ণা মনি

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০১:৫২ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, শামীমা সুলতানা, আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা এবং ফাহিমা খাতুন। আট-দশটা সাধারণ নামের মতোই নাম। কিন্তু রোববার বিকেল থেকেই নামগুলো জ্বলতে লাগল। যেন নাম নয়। একেকটা নক্ষত্র। জ্বলজ্বলে দ্যুতিময় নক্ষত্র। যাদের আলোকচ্ছ্বটায় মুহুর্তেই আলোকিত হয়ে গেল বাংলাদেশ। আলোকিত ১৬ কোটি বাঙালি। শুধু বাংলাই বা বলি কিভাবে, বাংলার বাইরে যেসব প্রবাসী রয়েছেন, তারাও ভাসছেন আনন্দে। সালমাদের জয়ের আনন্দে।

 

রোববার সবার দৃষ্টি ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি কি ছিনিয়ে আনতে পারবে বাংলাদেশের মেয়েরা? এমন আশঙ্কা অনেকেরই ছিল। কিন্তু ছেলেরা যা পারেনি এখনো পর্যন্ত, প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। আফগানিস্তানের সঙ্গে শোচনীয় হারের দগদগে ঘাতে প্রলেপ দেয়ার মত একটা জয় সালমারা দেশবাসীকে উপহার দিয়েছে।


ঈদের আগে দেশবাসীকে এমন অনন্য ঈদ উপহার দেয়ায় অভিনন্দন সালমা-রুমানার দলকে। ১৬ কোটি মানুষ তাকিয়ে আছে তোমাদের আরো আরো আরো অবিশ্বাস্য জয়ের দিকে। এমনি করে একেকটা বাধার অর্গল পেরিয়ে মাথা উঁচু করে এগিয়ে যাও। বিশ্বকে বারবার জানিয়ে দাও বাঙালি অপ্রতিরোধ্য।

 

সালাম, সালমাবাহিনী। তোমাদের সালাম।

 

ঝর্ণা মনি : সিনিয়র রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। নারী বিষয়ক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।