জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৮ এএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ওই ছাত্রীর নাম কাজী সামিতা আশকা ওরফে নেহা। তার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভর্তির জন্য রেফার করেন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামিতার সহপাঠী নাফিস ইকবাল বলেন, খবর পেয়ে আমরা কয়েকজন আমবাগানে সামিতার বাসায় যাই। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকি। পড়ে তাকে রিকশায় করে জাবি মেডিকেলে নিইয়ে যাই। মেডিকেল থেকে ডাক্তাররা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এনাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. শামসুর রহমান বলেন, রাত ৯ টার দিকে সামিতার সহপাঠীরা তাকে চিকিৎসা কেন্দ্রে আনে। তখন তার কোন নিঃশ্বাস ছিলনা। সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।
