ঢাকা, বুধবার ০৯, অক্টোবর ২০২৪ ৩:৫০:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হবিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষে নারীসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন।
নিহতরা হলেন-চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা সিএনজিচালক জসিম মিয়া (২৩), একই উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার (৪০)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।
রাশেদুল জানান, চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে অন্যান্য আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। এ ছাড়াও অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।