ঢাকা, বৃহস্পতিবার ১৯, সেপ্টেম্বর ২০২৪ ১১:০৬:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার মিশন আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপের সুপার ফোরের যাত্রার শুরুটা বাংলাদেশের হয়েছে পাকিস্তানের বিপক্ষে হেরে। টুর্নামেন্টের ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার ফোরের সেহস দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জয়ের বিকল্প পথ খোলা নেই টাইগারদের। এই দুই ম্যাচের একটিতে হারলেই সাকিব বাহিনীকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

শেষ চারে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। কলোম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটির।

তবে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। কেননা ম্যাচের আগের দিন শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রেমাদাসায় হয়েছে তুমুল বৃষ্টি। টানা বৃষ্টিতে সারারাত ঢেকে রাখতে হয়েছে পুরো মাঠটিকে।

বৃষ্টির আশঙ্কা রয়েছে ম্যাচের দিনেও। লঙ্কার আবহাওয়া পূর্বাভাস বলছে ম্যাচের দিন সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে।

শুধু তাই নয়। শনিবার (৯ সেপ্টেম্বর) প্রেমাদাসায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৪ শতাংশ। পুরো দিনের ৯৮ শতাংশ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১১ দশমিক ৩ মিলিমিটার।

আর সে কারণেই ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে জেগেছে শঙ্কা।