ঢাকা, রবিবার ১২, মে ২০২৪ ১২:১২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার রাঙ্গালিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষর চেষ্টার অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক আবদুস সোবহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১-এর আদালতে মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে বিচারক শেখ মো. নাসিরুল হক তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দেন।

সিরাজগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১-এর পেশকার সাইদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার রাঙ্গালিয়াগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুস সোবহান দুঃচরিত্র, লম্পট, চরিত্রহীন ব্যক্তি। স্কুলছাত্রী (১২) একজন বুদ্ধি প্রতিবন্ধি। আবদুস সোবহান ওই স্কুলছাত্রীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে দেয়। স্কুলছাত্রী বিষয়টি তার পরিবার ও প্রধান শিক্ষককে অবগত করেন। প্রধান শিক্ষক সরওয়ার জাহান এ বিষয়ে সহকারী শিক্ষককে শাসন করবেন বলে আশ্বাস দেন।

গত ২৮ আগস্ট স্কুলে ক্লাস করাবস্থায় সহকারী শিক্ষক আবদুস সোবহান তাকে ৪ নম্বর রুমে ডেকে নিয়ে মাছ কাটতে বলেন। স্কুলছাত্রী মাছ কেটে হাত পরিষ্কার করতে গেলে আবদুস সোবহান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে শিক্ষককে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। বিষয়টি স্কুল পরিচালনা পরিষদকে অবগত করলে তারা বিচারের আশ্বাস দেয়। পরে বিচার না পেয়ে আদালতে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে সহকারী শিক্ষক আবদুস সোবহান পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা স্কুলশিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।