ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:২৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যাই করিস না কেন, বলে শুধু ব্যাটটা লাগাবি : জাহানারাকে সালমা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:১০ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

ভারতের বিপক্ষে ফাইনালে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম ৩ বলে ৬ রান তুলে নিয়ে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় নারীরা। কিন্তু পরের ২ বলে ১ রান যোগ করতে হারায় দুই ব্যাটারকে।

 

সে সমীকরণে জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। এ দুই রান নিতে পারলেই এশিয়া কাপ বাংলাদেশের।

 

ক্রিজে তখন জাহানারা ও সালমা। হাই ভোল্টেজ ম্যাচে লাস্ট ওভারে এরকম পরিস্থিতিতে মাইন্ড গেম চলে। ব্যাটারদের প্ল্যান আর বোলারদের প্ল্যান। পুরো ভারতীয় দলের সামনে জাহানারা ও সালমা। ব্যাট করতে হবে জাহানারাকে। ক্রিজের অপর প্রান্তে সালমা। অধিনায়ক জাহানারাকে মনে করিয়ে দিচ্ছিলেন, যাই করিস না কেন, বলে শুধু ব্যাটটা লাগাস, যেভাবেই পারিস, শুধু ব্যাট লাগাবি।

 

অন্যদিকে জাহানারা আলমের উপর বিশাল চাপ। তা সত্বেও জাহানারা আলম বারবার মনে করিয়ে দিচ্ছিলেন নন স্ট্রাইকার সালমা খাতুনকে, আপু যাই ঘটুক, আপনি শুধু দুই রানের জন্য দৌড়াবেন। সতীর্থরা ব্যাটিং করার সময়ে জাহানারা খেয়াল করেছিলেন, ভারতের স্পিনাররা বেশ ঝুলিয়ে বল করছে। তেমন কিছু হলে কি করবেন ঠিক করা ছিল অভিজ্ঞ এই ক্রিকেটারের। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউরের বল জাহানারা ডিপ মিডউইকেটে খেলার সঙ্গে সঙ্গে দুই জনে তড়িঘড়ি করে দৌড়ে নেন দুটি রান। দুই জনের কথা দুই জনেই রেখেছেন।

 

এশিয়া কাপের শিরোপা জিতে সোমবার ঢাকায় ফেরার পর জাহানারা জানান, শেষ বলটি তিনি দেখেছিলেন নিজেকে প্রমাণের বড় সুযোগ হিসেবে। তিনি মনস্থির করেছিলেন এই বলেই কিছু একটা করতে হবে, তা যেভাবেই হোক।

 

জাহানারা বলেন, আমি হারমানপ্রিতের বোলিং পরিকল্পনাটা নষ্ট করে দিই। ওর পরিকল্পনা নষ্ট করে আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করেছি। আমার লক্ষ্য ছিল, যদি বল একটু ঝুলিয়ে দেয় আমি স্ট্রেইটে খেলবো, তাতে দুই বা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি যাই আসে, আসবে। আরেকটা পরিকল্পনা ছিল, বল অনুযায়ী খেলে দৌড়ে দুই রান নেওয়ার চেষ্টা করব। সেই অনুযায়ীই খেলেছি এবং জয় পেয়েছি।

 

আর এভাবেই ক্রিকেট বিশ্ব পেল এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ান বাংলাদেশ নারী দলকে।