ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জমে উঠেছে উত্তরার ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০০ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:২৯ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

রোজা প্রায় শেষের দিকে। চারদিকে ঈদের আমেজ। রাজধানীর উত্তরার শপিং সেন্টারগুলোতে ক্রেতার আনাগোনায় জমজমাট। শেষ মুহূর্তে জমে উঠছে এখানের কেনাকাটা। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ শপিং কমপ্লেক্সে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মত।

 

উত্তরার জনপ্রিয় শপিং কমপ্লেক্সে রাজলক্ষী ঘুরে দেখা গেল এখানে ক্রেতারা কেনাকাটা করতে ব্যস্ত। পার্শ্ববর্তী অন্যান্য শপিং কমপ্লেক্সের চিত্রও অনেকটা একই রকম। তবে পোশাকের দাম বাড়তি বলে অনেক ক্রেতাই অভিযোগ করলেন।

 

রাজলক্ষীতে আসা ক্রেতা ইফতি বলেন, ‘গত বছর যে পোশাকের দাম ছিল ৩০০০ টাকা, এ বছর সে একই টাইপের পোশাক কিনতে হচ্ছে ৪০০০-৫০০০ টাকায়। আজমপুর থেকে মেয়ের ঈদের জামা কিনতে এসেছেন রোকেয়া হক। তিনি জানালেন, বাচ্চাদের ভালো মানের জামা পাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। তিন ঘণ্টা ধরে ঘুরছেন কিন্তু এখনও জামা কিনতে পারেননি। ভালো মান ও সুন্দর এবং দাম একসঙ্গে মিলছে না। আর যা ভালো পাওয়া যায় তার সবই ভারতীয় পণ্য। আমি সবসময় দেশি পণ্যই কিনে থাকি।

 

এদিকে মাস্কাট প্লাজার দোকানি সামসুল জানালেন, দেশি পোশাক কিনতে হলে, দেশি ব্র্যান্ডের দোকানগুলোই ভালো। সেখানে দেশি পোশাক ভালো পাওয়া যায়। তবে বেশিরভাগ তরুণী আর কিশোরীদের পছন্দ ও চাহিদাও ভারতীয় পোশাক। বিশেষ করে বিভিন্ন সিরিয়ালের নামে তৈরি হওয়া জামাগুলোই চলছে বেশি। অনেক তরুণীরা এসেই নাকি পদ্মাবতীই চাইছেন বলে জানালেন বিক্রেতারা।

 

বর্তমানে বিক্রির দিক থেকে নারী ও শিশুদের পোশাকই বেশি চলছে বলে জানিয়েছেন উত্তরার শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা। ৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে শিশুদের পোশাক। অন্যদিকে নারীদের পোশাকের মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন পোশাক ৪০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। শাড়ি ৫০০০ থেকে শুরু করে ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এ মার্কেটে।

 

মাসকট প্লাজায় নারী ক্রেতাদেরই বেশি দেখা গেল। উত্তরার ৬ নং সেক্টরের বাসিন্দা স্কলাশটিকা স্কুলের শিক্ষিকা সীমা। তিনি এসেছেন বাসার সবার জন্য শাড়ি কিনতে। বললেন,শাড়ির দাম করলাম, তিনটি শাড়ি ২০০০০ টাকা চাচ্ছে। দেখি আরও কয়েকটা দোকান ঘুরে পরে নিব।