ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৬:৩৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নেত্রকোণায় নারী সাংবাদিক হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোণা চোরাকারবারীদের মোটরসাইকেলের ধাক্কায় নারী  সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. জাবির মিয়া ওরফে জাভেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ  বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একইদিন ভোরে গাজীপুর জেলার শ্রীপুরের সালনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাভেদ সদর উপজেলার নাড়িয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এই তথ্য নিশ্চিত করে করেছেন।

পুলিশ জানায়, গত বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে নেত্রকোণা-ঠাকুরাকোণা সড়কের সদর থানার বাহিরচাপড়া এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় নারী ফটো সাংবাদিক সাহারা (৩০) নিহত হন। এই ঘটনায় সাহারার মেয়ে তানজিলা আক্তার মিম (১৯) সদর থানায় অজ্ঞাতনামা নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। অনুসন্ধান শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় অন্যদের মধ্যে জাভেদকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে একটি মোটর সাইকেলের ধাক্কায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক সাহারা (৩০) ও তার সহযোগী রিপোর্টার ফেরদৌসী (৪২) গুরুতর আহত হন। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এসে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার সাহারাকে মৃত ঘোষণা করেন। সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে।

বিভিন্ন সূত্র জানায়, জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দা থেকে অবৈধভাবে ভারতীয় চিনি নিয়ে ট্রাক আসছে এই খবরে সাংবাদিক সাহারা ও ফেরদৌসী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে একটি ভাড়াটে মোটর সাইকেল যোগে পিছু নেন। ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের ঠাকুরাকোণায় ট্রাকটির দেখতে পান। ট্রাকে ভারতীয় চিনির বস্তা ছিল। ট্রাকচালক সাংবাদিকদের টাকা দিতে চায়। সাংবাদিকরা টাকা না নিয়ে ট্রাকটিকে দাঁড় করিয়ে রাখে ও প্রশাসনে খবর দেওয়ার কথা বলে। এই নিয়ে দুইপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ট্রাকটি নেত্রকোণার দিকে চলতে শুরু করলে নারী সাংবাদিকরাও মোটর সাইকেলে করে ট্রাকটির পিছু নেয়। বাহিরচাপড়া এলাকায় পৌঁছানোর পর চিনি চোরাকারবারীদের অপর একটি মোটরসাইকেল পরিকল্পিত ভাবে এসে সাংবাদিকদের বহনকারী মোটর সাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়।