ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ওডিআই ক্রিকেটে বিশ্ব রেকর্ড

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০৯ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৬ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

২১ বছর পর নারীদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতকের দেখা মিললো। এবং সেটাও বিশ্ব রেকর্ড গড়ে! মাত্র ১৭ বছর ২৪৩ দিন বয়সী কিউই এমিলিয়া কার এই অবিশ্বাস্য কীর্তিটি করলেন! বিশ্ব রেকর্ডের পাশাপাশি তিনি হয়েছেন দেশের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও!



আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ছিলেন এমিলিয়া কার, করেছেন ২৩২ রান (১৪৫ বল)। দুর্দান্ত এই ইনিংসে ছিল ৩১টি চার এবং ২টি ছক্কার মার। শেষ তিন বলে ৪, ৪ ও ৬ মেরে বিশ্ব রেকর্ড ভেঙেছেন। কিউদের দলীয় সংগ্রহ ৫০ ওভারে ৪৪০/৩!



এই ম্যাচের আগে এমিলিয়ার মোট ওডিআই রানই ছিল ১৭৪! বল হাতে এই লেগির পারফরমেন্স ৭-১-১৭-৫!ম্যাচটি নিউজিল্যান্ডের মেয়েরা জিতেছে ৩০৫ রানে।