বিএফআরআই’র পরিচালকের দায়িত্বে যুগ্মসচিব শামিমা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) শামিমা বেগমকে নিজের দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পরিচালক পদে দায়িত্ব দিয়েছে সরকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) শামিমা বেগমকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদে দায়িত্ব দেওয়া হলো।
অফিস আদেশে আরও জানানো হয়, বিধি অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন।
