সিএমএইচে চিকিৎসা নিতে রাজি হননি খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৬ জুন ২০১৮ শনিবার
খালেদা জিয়া সিএমএইচে চিকিৎসা নিতে রাজি হননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পছন্দ অনুযায়ী হাসপাতালে আসামির চিকিৎসা হবে, এমন কোনো বিধান কারাবিধিতে নেই। সরকার যেখানে ভালো মনে করবে, আসামির চিকিৎসা সেখানেই হবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার চিকিৎসা যেখানেই হোক, তার ব্যক্তিগত চিকিৎসকরা সেখানেই যুক্ত থাকবেন।
