ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১৮:৪৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশীয় দুটি প্রতিষ্ঠান থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোট খরচ হবে ২০৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা।

বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি থেকে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তেল কেনা হবে। ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৫৫ পয়সা। এতে সরকারের মোট খরচ হবে ৭৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।

সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একই পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ১২৯ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা ৯৪ পয়সা।