ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ১৫:০৩:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৬ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৯:২৮ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ শনিবার দেশের সকল মুক্তিযোদ্ধাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।


প্রধানমন্ত্রী আজ রাজধানীর মোহাম্মদপুর গজনবী সড়কে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিাযোদ্ধাদের জন্য ফুল, ফল এবং মিষ্টি পাঠিয়েছেন।


প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শিখর (এপিএস) এবং সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ দুপুরে এই উপহার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।


মুক্তিযোদ্ধাগন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ এবং পহেলা বৈশাখের মতো জাতীয় দিবস ও ঊৎসবে তাদেরকে স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তারা মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ার-১, ১৩ তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণসহ তাদের পুনর্বাসনে ব্যাপক পদক্ষেপ নেয়ার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।