দাম বেড়েছে কাঁচামরিচের, পেঁয়াজের সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৯ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দুই দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম ১৪০ টাকা বেড়ে হয়েছে ৩০০ টাকা। এক রাতেই বেড়েছে ৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে।
রবিবার (৮ অক্টোবর) রাজধানীর কাঁচাবাজারে দুইদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে। একই অজুহাতে পেঁয়াজ করেছে সেঞ্চুরি আর বয়লার ডাবল সেঞ্চুরি। প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা বেড়ে ছুঁয়েছে ১০০ টাকা।
কাঁচাবাজারে পণ্যের চড়া দামের বিষয়ে এক ক্রেতা বলেন, দাম যদি এত বেশি থাকে, তাহলে আমাদের পুষাবে কি করে? বাঙালির তো অজুহাতের অভাব নেই। প্রত্যেক দিন একটা না একটা অজুহাত থাকবেই।
এদিকে দাম বেশি হওয়ার বিষয়ে বিক্রেতারা বলেন, ক্রেতারা তো বাজারে এসে কিছু কিনতে পারছেন না। তাদের বেতন তো বাড়ে না। কিনবেন কিভাবে?
আরেক ক্রেতা বলেন, প্রতিদিন যে পণ্য ৫০০ টাকা দিয়ে কিনেছি। আজ তা কিনতে ৫৪০ টাকা লাগছে। বলছে, বৃষ্টি। ব্যবসায়ীরা তো সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে। আমরা নির্দিষ্ট আয়ের মানুষ। নিত্যপণ্যের এমন বাড়তি দাম আমাদের দিশেহারা করে দিচ্ছে।
বরাবরের মতো খুচরা বিক্রেতাদের দাবি, তাদের হাতে কিছুই নেই। নিয়ন্ত্রণ করতে হবে গোড়া থেকে।
কাঁচাবাজারে পণ্যের উর্ধ্বমুখি দামের জন্য বৃষ্টির অজুহাত দিয়ে এক খুচরা বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে পণ্যের দাম বাড়তি। পণ্য পরিবহন অতিবৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যে হারে কিনে এনেছি, সে হারেই বিক্রি করছি। বাজারে পণ্য নেই। কিন্তু ক্রেতা বেশি। তাই কাড়াকাড়িতে পণ্যের দাম বেড়ে যায়।
