খিলগাঁওয়ে শিশু নিনাদের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৭ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৭:৫১ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার ভুইয়াপাড়ার একটি রিকশাগ্যারেজ থেকে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম নিনাদ। সে খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
শনিবার ঈদে দিন দুপুরে লাশটি উদ্ধর করা হয়। শুক্রবার রাত থেকে নিনাদ নিখোঁজ ছিল। তার বাসা ২১৫/৫ মেরাদিয়ার ভুইয়া পাড়ায়। তার পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে বাড়ির পাশের একটি বন্ধ রিকশাগ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিনাদের মুখমণ্ডলে পলিথিন পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে-পারিবারিক সম্পদ দখলে বিরোধের জের ধরে নিনাদকে হত্যা করা হতে পারে। নিনাদের বাবার নাম স্বপন ব্যাপারী।
নিনাদের মামা সাংবাদিক এসএম মুন্না জানান, তাদের বাড়িটি দখল নিতে একটি চক্র দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে সালাউদ্দিন, জহিরুল, কুলুমিয়াসহ ১০-১৫ জনের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে তার ভাগনেকে হত্যা করা হতে পারে।
