আইডিয়াল স্কুলের আলোচিত সেই অধ্যক্ষের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৪ এএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
পদত্যাগ করলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেই আলোচিত-সমালোচিত অধ্যক্ষ ফৌজিয়া রাশেদী। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক ছাত্রীকে গর্ভনিং বডির একজন সদস্যের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ ছিল। গত ২০ আগস্ট থেকে ছুটিতে থাকা অবস্থায় তিনি পদত্যাগ করলেন। আইডিয়াল স্কুল সূত্রে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। ২০ সেপ্টেম্বর তার পদত্যাগপত্র গ্রহণ করে স্কুলের পরিচালনা পর্ষদ গর্ভনিং বডি। যদিও আগামী ৩০ অক্টোবর তার স্বাভাবিক অবসরে যাওয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যেষ্ঠ শিক্ষক মিজানুর রহমান বলেন, স্কুলের একটি অনুষ্ঠানে তিনি পড়ে গেলে পায়ে ব্যথা পান। এরপর তিনি লম্বা ছুটিতে ছিলেন। এরমধ্যে গত ১০ সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন। গত ২০ সেপ্টেম্বর গর্ভনিং বডির বৈঠকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
