ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১৮:৫০:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।


মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হচ্ছে ম্যাচ।

এই ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় শেখ মেহেদী হাসানকে দলে টেনেছে বাংলাদেশ। মঈন আলীর জায়গায় রিস টপলিকে এনেছে ইংল্যান্ড

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।