ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাচাঁবাজারে ক্রেতা-বিক্রেতার খড়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৮ জুন ২০১৮ সোমবার | আপডেট: ১১:৪৫ এএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার

ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ সোমবার, রাজধানীর কাঁচাবাজার ক্রেতাশূন্য। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ক্রেতার পাশাপাশি এসব বাজারে বিক্রেতারও খুব একটা বসেননি।

 

তারপরে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সব্জির সরবরাহ কম। বেগুন ৪০-৪৫ টাকা , শসা ৪৫ থেকে ৫০ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, গাজর ৪৫ টাকা , করল্লা ৪০ থেকে ৪৫ , চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা কেজি ,কাঁচা মরিচ ৪৫ -৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

চালের বাজার আগের মতই। মসুরের ডাল ৮৫ থেকে ১০০ টাকা, মুগের ডাল ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

মাছের বাজারেও সরবরাহ কম। আর দামও অনেক বেশি। এই মাছের বাজারের দামে আগুন। প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ টাকা,শিং মাছ আকারভেদে ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

 

বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৭-২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৮০০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫৫-১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।