ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২৩:২৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার টেন্ডুলকারকে পিছনে ফেললেন কোহলি

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

বিরাট কোহলি।

বিরাট কোহলি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন বিরাট কোহলি।
চলমান ওয়ানডে বিশ্বকাপের নবম ম্যাচে গতকাল বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৫৬ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে দুই ফরম্যাটের বিশ্বকাপে দেশের সর্বোচ্চ রানের মালিক বনে যান কোহলি।
৬টি ওয়ানডে বিশ্বকাপে ৪৫ ম্যাচের ৪৪ ইনিংসে ২২৭৮ রান করেছেন টেন্ডুলকার। ক্যারিয়ারে কোন টি-টোয়েন্টি বিশ^কাপ খেলেননি টেন্ডুলকার। এজন্য দুই ফরম্যাটের বিশ^কাপে টেন্ডুলকারের রান সর্বমোট ২২৭৮।
অন্যদিকে, পাঁচটি টি-টোয়েন্টি বিশ^কাপের পাশাপাশি চতুর্থ ওয়ানডে বিশ^কাপ খেলছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ^কাপে ২৭ ম্যাচের ২৫ ইনিংসে ১১৪১ রান করেছেন কোহলি। যা এখন পর্যন্ত সর্বোচ্চ রান। ওয়ানডে বিশ^কাপে ২৮ ম্যাচের ২৮ ইনিংসে ১১৭০ রান করেছেন কোহলি। দুই ফরম্যাটের বিশ^কাপ মিলিয়ে কোহলির রান ২৩১১।
এতে টেন্ডুলকারকে ছাপিয়ে দুই ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন কোহলি।
এছাড়াও আফগানিস্তান ম্যাচে টেন্ডুলকারের আরও একটি রেকর্ড ভেঙ্গেছেন কোহলি। রান তাড়ায় টেন্ডুলকারের ৪৫টি সেঞ্চুরি টপকে এখন ৪৬টির মালিক কোহলি।