ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২৩:০৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপে আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চেন্নাইয়ে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

বৃহস্পতিবার অনুশীলন করেছে টিম টাইগার্স। চেন্নাইয়ের অতিরিক্ত গরমের পাশাপাশি দলের টপ অর্ডারও মাথাব্যথার কারণ। আফগানিস্তান ও ইংল্যান্ডের পর এবার সাকিবদের সামনে নিউজিল্যান্ড পরীক্ষা।

আফগানদের উড়িয়ে দিয়ে দারুণ শুরু হলেও ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওই হারের ক্ষত ভুলে কিউইদের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া হাথুরুসিংহের শিষ্যরা।


অন্যদিকে ২০২৩ বিশ্বকাপে উড়ন্ত সূচনাই করেছে নিউজিল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকেও সহজেই হারিয়েছে। ইনজুরির কারণে টিম সাউদির এই ম্যাচেও খেলা অনিশ্চিত। তবে কেনো উইলিয়ামসন ফিরে আসায় ব্যাটিং শক্তি বেড়েছে কিউইদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১টি ওয়ানডে খেলে ১০ জয়ের বিপরীতে ৩০টিতেই হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপে দু'দলের ৫ মুখোমুখিতে সবকটিতেই জিতে মানসিকভাবেও অনেক এগিয়ে নিউজিল্যান্ড।