ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২৩:১২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দ. আফ্রিকাকে হারিয়ে ডাচদের ইতিহাস

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ এএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

নেদারল্যান্ডসের খেলোয়াড়দের উল্লাস।  ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের খেলোয়াড়দের উল্লাস।  ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচের আগে ওয়ানডে বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। এর মধ্যে জয় মাত্র দুইটিতে, যা আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়াকে হারানোর পর দ্বিতীয় জয় আসে ২০০৭ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে। আজ ধর্মশালায় আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয় পেয়ে ইতিহাস গড়ল ডাচরা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ৪৩ ওভারের ১ বল বাকি থাকতে ২০৭ রানের অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। 

২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং একদম মন্দ করেনি দক্ষিণ আফ্রিকা। ৩৬ রান তোলেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। এরপরই শুরু হয় ধস। ৪৪ রানের মধ্যে দুই ওপেনারসহ ফেরেন এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডাসেন। ভান ডার মারউই ও কলিন আকারম্যান মিলিয়ে নামান এই ধস।

পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটি। ৮৯ রানের মাথায় ভ্যান বিকের বলে হেনরিখ ক্লাসেন ফিরে গেলে চরম বিপদে পড়ে দলটি। দলের সঙ্গে আর ২০ রান যোগ হতে ফেরেন মার্কো জেনসেনও। ভ্যান মিকরিনের বলে সরাসরি বোল্ড হন তিনি। 

সপ্তম উইকেটে জেরাল্ড কোয়েটজেকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ডেভিড মিলার। তবে ১৪৫ রানের মাথায় শেষ ভরসা মিলার ফিরলে ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে যায়। ৫২ বলে ৪৩ রান করেন মিলার। দলের সঙ্গে আর দুই রান যোগ হতেই অষ্টম ব্যাটার হিসেবে ফেরেন কোয়েটজে। শেষ পর্যন্ত ২০৭ রানের বেশি করতে পারেনি দলটি। 

এদিন বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। যেখানে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। ধর্মশালায় এদিন হালকা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় এক ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

ব্যাটিংয়ে নেমে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর ১১২ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে ডাচরা। ১৪০ রান তুলতে হারায় আরও ১ উইকেট। এরপর শুরু হয় লেজের ব্যাটারদের নিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের লড়াই। অষ্টম উইকেটে ভ্যান ডার মারউইকে নিয়ে গড়েন ৬৪ রানের লড়াকু জুটি। ২০৪ রানের মাথায় ১৯ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরন মারউই। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৩ ওভারে ওই ৮ উইকেট হারিয়েই ২৪৫ রান তোলে নেদারল্যান্ডস। ৬৯ বলে এডওয়ার্ডস তার ৭৮ রানের ইনিংস সাজান ১০ চার ও ১ ছক্কায়। ৯ বলে ৩ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন দশে নামা ব্যাটার আরিয়ান দুত্তা।