বাংলাদেশ ম্যাচের আগে সাকিবের প্রশংসায় কোহলি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার
কোহলি-সাকিব। ছবি: সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার ভারতের মাটিতে বিশ্বকাপের মাঠে দেখা হচ্ছে বাংলাদেশ-ভারতের। ধারনা করা হচ্ছে লড়াই হবে সমানে সমান। একটা সময় ভারত-বাংলাদেশ ম্যাচে ভারতের আধিপত্য থাকতো পুরো ম্যাচজুড়ে। দুদলের লড়াইয়ে ভারতই যে জিতবে সেটা একপ্রকার নিশ্চিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে টাইগাররা হারিয়ে দিয়েছে কোহলিদের অনেকবারই। সেই সাথে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানেরও ভারতে বিপক্ষে রয়েছে বেশ কিছু সুখস্মৃতি।
বিশেষ করে ওয়ানডেতে সাকিব ১৪ বারের দেখায় ৫ বার আউট করেছেন বিরাট কোহলিকে। এর মাঝে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে দুইবারই সাকিবের শিকার হন বিশ্বসেরা এই ব্যাটার। তাইতো আগামীকাল সাকিবের মুখোমুখি হওয়ার আগে বেশ সতর্ক কোহলি।
স্টার স্পোর্টসের দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিব অনেক বেশি অভিজ্ঞ। আমি তার বিপক্ষে অনেক খেলেছি। তার বোলিংয়ের নিয়ন্ত্রণ দুর্দান্ত। নতুন বলে দারুণ বোলিং করে। ব্যাটসম্যানকে বোকা বানাতে পারেন তিনি। খুবই কিপটে বোলিং করেন।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের বোলারদের বিপক্ষে নিজের সেরা খেলাটা খেলতে হয়। কারণ আপনি এটি না করলে তারা চাপ সৃষ্টি করবে এবং আপনাকে আউট করার সুযোগ বেড়ে যাবে।’
আগামীকাল পুনেতে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে এই খেলা। ২০১১ বিশ্বকাপজয়ী ভারত এরই মাঝে তিন ম্যাচের তিনটেই জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী।
