ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:২৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ক্রিকেটারদের ১৪ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪৭ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৪ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

চলতি মাসের ২৮ তারিখ থেকে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ও তার পরের মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

দলে আছেন: রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা ও জাহানারা আলম।

 

স্ট্যান্ডবাই; জান্নাতুল ফেরদৌস সুমনা, সুরাইয়া আজমীম ছন্দা, মুর্শিদা খাতুন ও লতা মন্ডল।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নিতে ২৪ জুন দেশ ছাড়বে লাল-সবুজের প্রমীলা ক্রিকেট দল। ২৮ জুন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয়টি ২৯ জুন। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুলাই।

 

সিরিজ শেষ করে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ বাছাই খেলতে নেদারল্যান্ডসের বিমান ধরবে ৭ম নারী এশিয়া কাপ জয়ীরা।