পাকিস্তানকে ফের হারিয়ে সিরিজ টাইগ্রেসদের
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নারী টি-টোয়েন্টিতে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ দ্বিতীয় ম্যাচে ২০ রানের জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১০০ রান করে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী রবিবার।
বাংলাদেশের ব্যাটারদের সবাই আজ পেয়েছিলেন ভালো শুরু। কিন্তু কেউই কাজে লাগাতে পারেননি সেটা। ব্যাটিংয়ে নামা সবার টুকটাক অবদানে একশ পার করে বাংলাদেশ।
স্বাগতিকদের প্রথম ৬ ব্যাটারই দুই অংক স্পর্শ করেন। কিন্তু ত্রিশ করতে পারেননি তাদের কেউ। সর্বোচ্চ ২৭ রান এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। একটি করে ছক্কা-চারে সাজানো তার ২২ বলের অপরাজিত ইনিংস।
দুই ওপেনার শামীমা সুলতানা ১৮ ও মুর্শিদা খাতুন করেন ২০। অধিনায়ক জ্যোতি করেন ১৯ বলে ১০। রিতু মনির ব্যাট থেকে আসে ২ চারে ১৯ রান।
জবাব দিতে নামা পাকিস্তান শিবিরে তৃতীয় বলেই ছোবল দেন মারুফা আক্তার। এই পেসার শূন্য রানে বোল্ড করে দেন নাটালিয়া পারভেজকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
সফরকারীদের টানেন বিসমাহ মারুফ। দলের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন তিনি। পাকিস্তানের প্রথম ৬ ব্যাটারের পাঁচজনই যেতে পারেননি দুই অংকে। শেষ দিকে ইরাম জাভেদ ১৫ ও উম্মে-ই-হানি অপরাজি ১৪ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। একটি করে প্রাপ্তি মারুফা ও ফাহিমা খাতুনের।
