ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৩:৩৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিকোর পছন্দ রাশিয়া, লুসির স্পেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০৩:০২ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

নিকোলাই ছেলে আর লুসি মেয়ে। দুজনেরই বয়স মাত্র ৬ মাস, দুজনেই যমজ ভাই-বোন। আবার এবারের বিশ্বকাপে দুই ভাই-বোন দুইটি আলাদা দলের সমর্থক।


ব্যাপারটায় একটু খটকা ও অবাক হবার মতই বটে। নিকোলাই আর লুসিকে কেউ চিনতে না পারলেও তাদের বাবা স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিস আর মা রুশ টেনিস খেলোয়াড় আনা কুর্নিকোভা পুরো বিশ্বেই জনপ্রিয়।

 

তাদের যমজ সন্তানই নিকোলাই ও লুসি। চলতি ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৮ ’-তে তারা কোন দলের পক্ষ নেবে, এটা ঠিক করে দিচ্ছেন তাদের মা-বাবা। আর তখনই বাধছে বিপত্তি। নবজাতকদের একজন বাবার কাঁধে চড়েছে স্পেনের সমর্থক হয়ে, আর অপরজন মায়ের কোলে রাশিয়ার হয়ে উচ্ছ্বাস দেখিয়েছে।

 

নিকোলাই ও লুসির মা-বাবা দুজনই ফুটবলের দারুণ ভক্ত। ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচটিই ছিল আনার দেশ স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের। সেদিন আনা তাঁর ছেলে নিকোলাইকে কোলে নিয়ে রাশিয়ার প্রতি সমর্থন প্রকাশ করেন।

 

গত ১৬ জুন ছিল এনরিকের দেশ স্পেনের বিপক্ষে পর্তুগালের খেলা। সেদিন মেয়ে লুসিকে দেখা যায় স্পেনের পতাকা গায়ে জড়ানো বাবা এনরিকের কাঁধে চড়ে উল্লাস করতে।

 

শেষ পর্যন্ত যদি রাশিয়া-স্পেন খেলা হয়, তাহলে আনা, এনরিকের কাছে বিষয়টি উপভোগ্য হলেও নিকোলাই ও লুসির কাছে কতটুকু তা উপভোগ্য হবে তা বলাই বাহুল্য।