আজ মাছের বাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২১ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার মাছের বাজারে আগুন। পুরো সপ্তাহ জুড়েই ছিল ঈদের ছুটির আমেজ। এখনও রাজধানীবাসী ফিরছে। সেই হিসেবে রাজধানীর কাঁচাবাজার না জমে উঠলেও মাছের বাজারে ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেল। আর এই সুযোগে আজ মাছের চড়া দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা।
ঈদের কারণে এ সপ্তাহে মাংসের চাহিদা ছিল সবচেয়ে বেশি। ফলে মাছের বাজার ছিল পড়তির দিকে। তাই এখন মানুষ যখন মাছ কেনার দিকে ঝুঁকছে তখন মাছের দামও কোন কারণ ছাড়াই বেড়ে যাচ্ছে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি রুই ও কাতলা ৩২০ টাকা থেকে ৩৬০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, শিং মাছ আকারভেদে ৫০০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, পাঁচমিশালী ৩০০ টাকা , কাচকি মাছ ২৪০ -২৫০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা,চিংড়ি মাছ আকারভেদে ৫০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শান্তিনগর বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন,এখন ঈদ শেষ। মানুষ স্বাদ পরিবর্তনের জন্য মাছ কিনছে। তাই মাছের দাম বাড়তি। আগামীকাল মাছের দাম আরও বাড়তে পারে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজির সরবরাহ ভালই দেখা গেল।, বেগুন ৪০-৪৫ টাকা, শসা ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৪০ থেকে ৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, গাজর ৪০ টাকা, করল্লা ৪০ থেকে ৪৫, চিচিঙ্গা ৪০ টাকা কেজি ,কাঁচা মরিচ ৪০ -৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক ১০-১৫ টাকা আটি, পুঁইশাক ও লাউ শাক বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা আটি।
চালের বাজারে গিয়ে দেখা যায়, নাজির ৫৮ থেকে ৬৪ টাকা, মিনিকেট ৬৪ থেকে ৬৬ টাকা, পাইজাম ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। মসুরের ডাল ৮৫ থেকে ১০০ টাকা, মুগের ডাল ১০০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বাজার ও মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকা কেজি।
বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৬-২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
